Under Water ROV

আন্ডারওয়াটার রোভ হচ্ছে একধরণের ড্রোন যা পানির গভীরে চলাচল করতে সক্ষম। বেশির ভাগ মানুষের ক্ষেত্রে ড্রোন শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে উঠে চালকবিহীন বিমানের ছবি। কিন্তু পানির নিচে অপারেশন পরিচালনা করার জন্য ও ড্রোন আছে। 

চলুন জেনে নেই বেঙ্গল চ্যাম্পের আন্ডারওয়াটার রোভ কি কাজে ব্যবহার করা হবে।

Under Water Rov

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ঃ ২০২২ সালে সিলেট বিভাগে ভয়াবহ বন্যা হয়। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার প্রচুর কৃষি জমি পানির নিচে ডুবে যায়। প্রচুর ফসলাদির ক্ষয়ক্ষতি হয়। বেঙ্গল চ্যাম্পের আন্ডারওয়াটার রোভের একটা ফিচার হচ্ছে এই রোভ পানির নিচে নজরদারী বা তল্লাশি চালাতে পারে।  ভবিষ্যতে যদি বন্যার কারণে আবারও কৃষি জমি ডুবে যায় তখন এই রোভে পানির নিচে পাঠিয়ে তল্লাশি করা সম্ভব পানির নিচে তলিয়ে যাওয়া কোন জায়গার ফসল কোন সময় উদ্ধার করতে হবে।

মৎস্য ও সমুদ্র গবেষণার কাজেঃ পৃথীবির বিভিন্ন দেশে মৎস্য ও সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণার কাজে আন্ডারওয়াটার রোভ ব্যাবহার করা হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকরা যদি এই ধরণের রোভার ব্যাবহার করতে চায় সেক্ষত্রে তাদেরকে এইসব আন্ডারওয়াটার রোভ বিদেশ থেকে উচ্চমুল্য দিয়ে ক্রয় করতে হয়। বেঙ্গল চ্যাম্পের উদ্যোগে যদি এইসব আন্ডারওয়াটার রোভ বাংলাদেশেই নির্মাণ করা সম্ভব হয় তাহলে এইসব রোভ তুলনামূলক ভাবে কম মুল্যে দেশি গবেষকদের নিকট পৌছে দেওয়া যাবে। তাছাড়া বিদেশেও রপ্তানি করা যাবে।