Airport Robot

এয়ারপোর্টে বেশিরভাগ যাত্রীদের এক বা একাধিক লাগেজ বহন করতে হয়। কিন্তু এয়ারপোর্ট সংরক্ষিত এলাকা হওয়ায় এখানে যাত্রীদের লাগেজ বহন করার কাজে সাহায্য করার জন্য বহিরাগত মানুষের প্রবেশ নিষেধ থাকে। এই সমস্যা সমাধানে বেঙ্গল চ্যাম্প নিয়ে এসেছে একটি ইনোভেটিভ প্রকল্প এয়ারপোর্ট রোবট।

Airport Robot

রোবটের নিচের তাকে রয়েছে তার বহনকৃত ব্যাগ বা লাগেজ রাখার ব্যাবস্থা। উপরের তাককে নিজের প্রয়োজন অনুযায়ী এ্যাডজাস্ট করার সুবিধা। 

প্রয়োজনে যাত্রীর মোবাইল ফোনের সাথে কানেক্ট করে কমান্ড দেবার ব্যাবস্থা রয়েছে। এয়ারপোর্টের অভ্যন্তরীন এলাকা পর্যন্ত যাত্রীর সাথে থেকে তা মালামাল বহন করবে এই রোবট।