Mine Disposal Robot

মাইন হচ্ছে একধরণের বোমা যেটাকে মাটির নিচে অথবা পানির নিচে স্থাপন করা হয়। যখন কোন কিছু এটার উপর দিয়ে যায় তখন এটা বিস্ফোরিত হয়। মাটির নিচে স্থাপিত মাইনের লক্ষ্য হচ্ছে ভুমিতে চলাচল কারী যানবাহন ধ্বংস করা এবং পানির নিচে স্থাপিত মাইন ব্যবহার করা হয় জলযান ধ্বংস করা যেমন জাহাজ বা সাবমেরিন। জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে নিযুক্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা আফ্রিকার বিভিন্ন দেশে সন্ত্রাসীদের পুতে রাখা মাইনের কারণে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। বিশ্বের অনেক উন্নত দেশের নিরাপত্তা বাহিনী রা মাইন অপসারণের জন্য রোবট ব্যাবহার করে থাকে কারণ তা যথেষ্ট ঝুকিপুর্ণ। বাংলাদেশে মাইন অপসারণের জন্য রোবট নির্মাণের উদ্যোগ নিয়েছে বেঙ্গল চ্যাম্প।

Mine Sweper Robot v1

এই রোবটের চেসিস ডিজাইন করা হয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যাবহৃত ট্যাংকের চেসিসের মতো করে। যাতে এটি ট্যাংকের মতোই সব ধরনের ভুমিতে অপারেশন পরিচালনা করতে পারে?

এইরোবটের সামনে রয়েছে একটি মাইন ডিটেক্টর এইটা মুলত মাইন কে শনাক্ত করে।

এটি সম্পূর্ণ রিমোট কন্ট্রোল্ড বা দূর নিয়ন্ত্রিত।