Delivery Robot

সরবরাহ করা মানে ডেলিভারি দেওয়া । পুরো পৃথিবী জুড়ে ডেলিভারি দেওয়ার বিজনেস বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর কয়েকটি উন্নত দেশে রোবটের মাধ্যমে ডেলিভারি দেওয়ার প্রচলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ডেলিভারি রোবট নির্মাণের উদ্যোগ নিয়েছে বেঙ্গল চ্যাম্প।

Delivary Robot v2

চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচার আছে বেঙ্গল চ্যাম্পের ডেলিভারি রোবটে?

১। ক্লাউডঃ বেঙ্গল চ্যাম্পের  সম্পুর্ণ রোবটিক সিস্টেমটা মনিটরিং করার জন্য রয়েছে একটা ক্লাউড সিস্টেম। শহরে একাধিক রোবট যদি ডেলিভারি কাজে নিয়োজিত থাকে সেগুলো একটা ক্লাউড সার্ভারের সাথে সংযুক্ত থাকবে।

২। মোবাইল এ্যাপঃ প্রাপক অর্থাৎ যিনি ডেলিভারি রিসিভ করবেন তার মোবাইল ফোনে একটা এ্যাপ থাকবে। তিনি এ্যাপের মাধ্যমে ডেলিভারি অর্ডার কমপ্লিট করলে মোবাইল ফোনের জিপিএসের মাধ্যমে লোকেশন ক্লাউডে পৌছে যাবে। যেই লোকেশনে বেঙ্গল চ্যাম্পের রোবট ডেলিভারি দিবে।

৩। জিপিএস ট্র্যাকারঃ যেহেতু রোবট প্রাপকের জিপিএস লোকেশনের মাধ্যমে তার কাছে পৌছাবে তাই বলাই বাহুল্য বেঙ্গল চ্যাম্পের প্রতিটি ডেলিভারি রোবটে থাকবে জিপিএস ট্র্যাক্রার। রোবটের প্রতি মুহুর্তের অবস্থান ক্লাউডের মাধ্যমে পৌছে যাবে সার্ভারে। যেখানে নিয়ন্ত্রনকারীরা সার্বক্ষণিক তদারকী করতে পারবেন।

৪। পথোপযোগী মেকানিজমঃ যেহেতূ বেঙ্গল চ্যাম্পের ডেলিভারি রোবট শহরের প্রতিটি আনাচে কানাচে যেতে হবে তাই একে বিভিন্ন রকম রাস্তা ঘাটের সম্মুখীন হতে হবে। কখনোও ভাঙ্গা রাস্তা কখনোও উচু নিচু এবড়ো থেবড়ো রাস্তা বিভিন্ন রকম পথঘাটের সম্মুখীন হতে হবে বেঙ্গল চ্যাম্পের ডেলিভারি রোবটকে। বিভিন্ন রকম রাস্তাঘাটে যাতে বেঙ্গল চ্যাম্পের ডেলিভারি রোবট নির্বিঘ্নে চলাচল করতে পারে তাই এতে থাকবে রকার-বগি মেকানিজম।

৫। কম্পিউটার ভিশন প্রযুক্তিঃ একজন মানুষ যেরকম চোখে দেখে তার চারপাশে কি আছে সেটার একটা দৃশ্য তার মস্তিষ্কে সেট করে নেয় ঠিক সেইরকম ক্যামেরার মাধ্যমে ছবি তুলে কোথায় কি আছে সেটা কম্পিউটারের মাধ্যমে খুজে বের করাই হচ্ছে কম্পিউটার ভিশন প্রযুক্তি। বেঙ্গল চ্যাম্পের ডেলিভারি রোবটে থাকবে অত্যাধুনিক ডেপথ ক্যামেরা। সাধারণ ক্যামেরার সাথে ডেপথ ক্যামেরা পার্থক্য হলো ডেপথ ক্যামেরা তার সামনের দৃশ্যের ত্রিমাত্রিক ছবি ধারন করতে পারে। বেঙ্গল চ্যাম্পের ডেলিভারি রোবটে থাকবে একটা সিঙ্গেল বোর্ড কম্পিউটার যেটাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে। ডেপথ ক্যামেরার মাধ্যমে প্রাপ্ত ত্রিমাত্রিক ভিউ থেকে এই কৃত্রিম বুদ্ধিমত্তা তার চারপাশের পরিবেশে কি হচ্ছে সেইটা বুঝতে পারবে। যেমন তার সামনে গাড়ি আছে কিনা। যদি তার অপোজিট থেকে গাড়ি আসে তাহলে সে পাশ কাটিয়ে যাবে। রোবট যাতে অন্য কিছুর সাথে ধাক্কা না খায়। ট্রাফিক সিগন্যাল সে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া বা পদক্ষেপ নিবে।

৬। প্রোডাক্ট অথবা পার্সেল প্রটেক্টরঃ বেঙ্গল চ্যাম্পের ডেলিভারি রোবট যে প্রোডাক্ট বা পার্সেল ডেলিভারি দিবে তাকে বহন করার জন্য রয়েছে একটা প্রোটেকটিভ কন্টেইনার। ডেলিভারি প্রাপক রোবটের কাছে যাওয়ার পর এ্যাপের মাধ্যমে কমান্ড দিলেই মাত্র প্রাপ্য ডেলিভারি প্রোডাক্ট বের হবে। অন্যথায় এটা বের হবে না।